একটি দামি ওয়ালেট হাতে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল কোহলিকে, জানেন সেই পার্সের দাম কত?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2018 12:13 PM (IST)
1
ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য ৮১ হাজার ১৪৪ টাকা।
2
কালো রঙের ওয়ালেটটি দাম ১২৫০ ডলার
3
জানা গিয়েছে, ওয়ালেটটি লুই ভুইত্তনের জিপি ওয়ালেট।
4
সম্প্রতি, এই তারকা ক্রিকেটারকে বিমানবন্দর থেকে একটি দামি ওয়ালেট হাতে বেরোতে দেখা যায়।
5
যুব সম্প্রদায়ের জন্যেও তিনি বড় অনুপ্রেরণা। তাঁর স্টাইল স্টেটমেন্ট সকলেরই নজর কাড়ে।
6
ভারতের তারকাদের মধ্যে তাঁর ব্র্যান্ড ভ্যালু এখন ১৪৪ মিলিয়ন ডলার।
7
ভারতীয় ক্রিকেট দলের স্কিপার বিরাট কোহলি শুধু বাইশ গজেই সকলের মডেল নন, ব্র্যান্ড হিসেবেও তিনি এখন অমূল্য