টিম ইন্ডিয়ার অনুশীলনে উইকেটকিপারের ভূমিকায় বিরাট কোহলি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2016 09:20 PM (IST)
1
সেই দলের নেতা বিরাট।
2
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে যাবে ভারতীয় দল।
3
নতুন ‘হেডস্যর’ কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে চলছে অনুশীলন।
4
টিম ইন্ডিয়ার অনুশীলনে উইকেটকিপারের ভূমিকায় বিরাট কোহলি!
5
টিম ইন্ডিয়ার অনুশীলন চলছে বেঙ্গালুরুতে।
6
এই প্রথম বিরাটকে কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছে।
7
তবে, কিপার বিরাট এই প্রথমবার অনুশীলনে।
8
এর আগে ম্যাচে বেশ কয়েকবার বল করতে দেখা গিয়েছে বিরাটকে।