ভারতীয় দলকে ছেড়ে অনুষ্কা এবং তাঁর পরিবারের সঙ্গে 'সুলতান' দেখলেন বিরাট
গুজব ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্যে ‘সুলতান’-এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবে ছবির সদস্যরা। কিন্তু বান্ধবীর সঙ্গে একান্ত সময় কাটাতে আগ্রহী বিরাট আর অপেক্ষা করতে পারেননি। চলে গিয়েছেন ছবি দেখতে। শোনা যাচ্ছে ছবি দেখে ভীষণই উচ্ছ্বসিত বিরাট। নিজের ঘনিষ্ঠমহলে ছবির ভূয়সী প্রশংসাও করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত রাতে যশরাজ ফিল্মস স্টুডিওয়ে একসঙ্গে ‘সুলতান’ দেখতে দেখা গিয়েছে বিরুষ্কাকে।অভিনেত্রী তাঁর পরিবারের জন্যে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। আর বলাই বাহুল্য অনুষ্কার পরিবারের সদস্যের মধ্যেই এখন পড়েন বিরাট
সম্প্রতি এই দুই লভ বার্ডসকে একসঙ্গে ‘সুলতান’ দেখতেও দেখা গেল।
এইমুহূর্তে অনুষ্কার কিটিতে রয়েছে বহু ভাল ছবি। এছাড়াও তাঁর সঙ্গে বয়ফ্রেন্ড বিরাট কোহলির সম্পর্কও বেশ মধুর রয়েছে। সব মিলিয়ে ভীষণ খুশি অনুষ্কা
২০১৬ সালের সবচেয়ে প্রতিক্ষীত ছবি ‘সুলতান’ আজ মুক্তি পাচ্ছে পর্দায়। এই ছবি প্রসঙ্গে মারাত্মক খুশির মেজাজে রয়েছেন ছবির অভিনেত্রী অনুষ্কা শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -