পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেট জিতল ভারত, অভিনন্দন জানালেন সেহবাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jan 2018 01:55 PM (IST)
1
এর আগে ২০১৪-য় ভারত দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল।
2
তিনি লিখেছেন, অভিনন্দন ভাইয়েরা। পাকিস্তানকে আরও একবার হারিয়ে ফাইনালে জেতার জন্য তোমাদের নিয়ে গর্ব হচ্ছে। তোমরা এভাবেই উজ্জ্বল হয়ে ওঠ ও আমাদের আশার আলো জ্বালিয়ে রাখ।
3
ভারতীয় টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রবাদপ্রতিম ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
4
কিন্তু সুনীল রমেশের অসাধারণ ইনিংসে ভর করে ভারত ৮ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
5
প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ৩০৮ রানের বিশাল স্কোর করে পাকিস্তান। বদর মুনির করেন ৫৭ রান, রিয়াসত খান ৪৮ ও অধিনায়ক নিসার আলি ৪৭।
6
দৃষ্টিহীনদের বিশ্বকাপ ক্রিকেটে জয়ী ভারতীয় দল। ফাইনালে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে তারা। সুনীল রমেশ করেছেন ৯৩ রান। এ নিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বজয়ী হল।