Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিরুষ্কাদের মতো তারকাদের প্রিয় এবং ব্যয়বহুল নটি ওয়েডিং ভেনু কী দেখে নেব একনজরে!
ভিলা রকস্টার, সেইন্ট বার্থেলেমি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই জায়গায় থাকার খরচ ডলারে প্রতি সপ্তাহে ১৪৫, ০০০। ফর্বসের বিচারে এই জায়গাটি বিশ্বের পঞ্চম ব্যয়বহুল হলিডে ডেস্টিনেশন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসপ্তম স্থানে রয়েছে কোস্টা রিকার পাপাগাওর ভিলা মাঞ্জুয়া। এখানে এক সপ্তাহ থাকার খরচ ডলারে ১৪০, ০০০
অষ্টম স্থানে রয়েছে ভিলা ক্যাসেনোভা, তাস্কানি ইতালি, এখানে এক সপ্তাহ থাকার খরচ ডলারে ১১৬,০০০
ষষ্ঠ স্থানে রয়েছে মেক্সিকোর পালমাসোলা। এখানে এক সপ্তাহ থাকার খরচ ডলারে ১৪০,০০০
কোস্টারিকার হাসিএন্ডা সান্তা ইনেস, প্রতি সপ্তাহে থাকার খরচ ১৯২,৫০০ ডলার।
নবম স্থানে রয়েছে উটাহর পার্ক সিটির ড্রিম ক্যাচার হলিডে ডেস্টিনেশন। এক সপ্তাহ সেখানে থাকার খরচ ডলারে ১০৫, ০০০।
ফ্রান্সের চ্যালেট এডেলউইসে থাকার খরচ সপ্তাহে ১৪৫, ০০০ ডলার। ফর্বসের বিচারে এটি খরচের হিসেবে চতুর্থ স্থানে রয়েছে
তৃতীয় বর্গো স্যান্টো পিট্রো, তাস্কানি, ইতালি, খরচ ১৪৬, ৯৪৪ ডলার।
দ্বিতীয় হচ্ছে যেখানে বিয়ে হয়েছে বিরুষ্কার
মাত্র ৪৮ ঘণ্টা আগেই ইতালির তাস্কানিতে বিয়ে সেরেছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ৮০০ বছরের পুরনো এই গ্রামের মনোরম পরিবেশ, শান্ত, পরিচ্ছন্ন পরিস্থিতি, যেখানে মিডিয়ার ধাক্কাধাক্কি নেই, লোকের ভিড় থেকে অনেক দূরে, পরিবারের কিছু আত্মীয়-বন্ধুর সামনে বিয়েটি সম্পন্ন হয়। তথ্য বলছে ইতালির তাস্কানিতে বর্গো ফিনোচ্চিতো যেখানে বিয়ে হয়েছে বিরুষ্কার সেটি হলিডে ডেস্টিনেশন হিসেবে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল জায়গা।এক সপ্তাহ সেখানে থাকার খরচ ডলারে ১৪৭, ৩১২।
একনজরে দেখে নেব বিশ্বের এমন নটি জায়গা যেগুলো খরচের হিসেবে প্রথম দশের মধ্যে রয়েছে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -