জিও-কে টক্কর দিতে নয়া ৪৫৮ ও ৫০৯ টাকার নয়া প্ল্যান ভোডাফোনের
রিলায়েন্স জিও-র ৪৫৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পান ৮৪ জিবি ডেটা। এর বৈধতা ৮৪ দিনের। অন্যদিকে ৩৯৯ টাকার প্ল্যানে জিও-র গ্রাহকরা দিনে ১ জিবি করে ডেটা পানষ এই প্ল্যানের বৈধতা ৭০ দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের। অর্থাত্ এই প্ল্যানে মিলবে ৮৪ জিবি ডেটা। দিনে ১ জিবি ডেটার সীমা পার হয়ে গেলে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে যাবে।
কলের ব্যাপারে আগের প্ল্যানের মতোই শর্ত থাকছে। ভোডাফোন প্লে-র ফ্রি সাবক্রিপশনও থাকছে এই প্ল্যানে।
৫০৯ টাকার প্ল্যানেও আনলিমিডেট কল ও দিনে ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। ভোডাফোনের সমস্ত প্রিপেড গ্রাহকরা 3G/4G উভয় হ্যান্ডসেটেই এই প্ল্যানের সুবিধা পাবেন। রোমিংয়ের সময় নিখরচায় কল করা যাবে।
এর বেশি কল হলে ফ্রি কল পাওয়া যাবে না। এছাড়াও এই প্ল্যানে রয়েছে ভোডাফোন প্লে-র সাবসক্রিপশনের সুবিধা।
এই প্ল্যানে আনলিমিডেট কলের ক্ষেত্রে অবশ্য শর্ত রয়েছে। গ্রাহকরা দৈনিক সর্বাধিক ২৫০ মিনিট কল করতে পারবেন। সপ্তাহে সর্বাধিক মোট ১০০০ মিনিট কল করা যাবে।
৪৫৮ টাকার প্ল্যানে ভোডাফোনের সমস্ত প্রিপেড গ্রাহকরা 3G/4G উভয় হ্যান্ডসেটেই প্রতিদিন ১ জিবি করে ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা পাবেন। সঙ্গে দৈনিক ১০০ টি মেসেজের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৭০ দিনের।
টেলিকম সংস্থা ভোডাফোন তাদের প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এল নয়া প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও আরও বেশি ডেটা। ভোডাফোন ৪৫৮ ও ৫০৯ টাকার দুটি প্ল্যান এনেছে। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন নয়, আর বেশি দিনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -