ওজন কমাতে চান? বেশি করে পাস্তা খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2016 06:32 PM (IST)
1
ফলে দেখা যাচ্ছে পাস্তা আসলে অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য।
2
যাঁরা নিয়মিত পাস্তা খেয়েছেন তাঁরা যেমন স্বাস্থ্যবান হয়েছেন, তেমনই তাঁদের কোমরের অংশের চর্বি কমে গিয়েছে এবং ওজনও কমে গিয়েছে।
3
এই গবেষণায় মানুষের খাদ্যাভ্যাস, পাস্তার প্রতি মনোভাব এবং পাস্তা খেয়ে তাঁদের ওজন বাড়ছে কি না দেখা হয়েছে।
4
২৩ হাজার মানুষের উপর এই গবেষণা চালানো হয়েছে। তাঁদের সারাদিনের খাওয়া-দাওয়ার উপর নজর রাখা হয়েছে।
5
গবেষণা বলছে, পাস্তা খেলে পেটের চর্বি কমে যায়, শরীরের ওজনও কমে।
6
ইতালির গবেষকরা বলছেন, অনেকে ওজন বেড়ে যাওয়ার ভয়ে পাস্তা খান না। কিন্তু এই গবেষণায় সম্পূর্ণ উল্টো ফল দেখা গিয়েছে।
7
অনেকেরই ধারণা, পাস্তা খেলে ওজন বেড়ে যায়। কিন্তু এই ধারণা বদলানোর সময় এসেছে।
8
ব্রিটেনের একটি বিখ্যাত সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি গবেষণা বলছে, পাস্তা খেলে ওজন বাড়ার বদলে কমে যায়।