আরও সুরক্ষিত হল হোয়াটসঅ্যাপ, এল টু স্টেপ ভেরিফিকেশন
প্রসঙ্গত, টুইটার, ইনস্টাগ্রাম, অ্যাপল, গুগল, মাইক্রোসফটে আগে থেকেই এই টু স্টেপ ভেরফিকেশনের সুবিধা রয়েছে।
হ্যাকিংয়ের রমরমার মধ্যে চ্যাট মেসেজ আরও সুরক্ষিত করতে এ বার টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ, সব ফোনেই পাওয়া যাবে এই সুবিধা।
এই সুবিধা পেতে হলে আগে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
এরপর সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশন থেকে টু-স্টেপ ভেরিফিকেশন সিলেক্ট করলেই হোয়াটসঅ্যাপে এই ফিচার এনেবল হয়ে যাবে।
তবে এর জন্য কোনও ইমেল অ্যাড্রেস লিঙ্ক করতে হবে ও ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে।
কোনও ব্যক্তি যদি আপনার মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাকসেস করতে চায় তাহলে এই পাসকোড আপনার চ্যাট মেসেঞ্জার সুরক্ষিত রাখবে।
পাসকোড মনে রাখার জন্যে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝেই পাসকোড চেক করা উচিত্। যদি একান্তই কেউ পাসকোড ভুলে যায়, তাহলে কাজে আসবে সেই ব্যক্তির ইমেল আইডি।