দেখুন, ‘ব্রহ্মাস্ত্র’-র শ্যুটিং সেরে দেশে ফিরলেন আলিয়া
বিভিন্ন অনুষ্ঠানে, বিমানবন্দরেও একসঙ্গে গিয়েছেন আলিয়া ও রণবীর। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
সোনম কপূরের বিয়েতে রণবীর-আলিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শ্যুটিংয়ের জন্যই বুলগেরিয়া গিয়েছিলেন আলিয়া। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আলিয়া ও রণবীরের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বলিউডে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন রণবীর কপূর। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আগামী বছরের ১৫ অগাস্ট ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বিমানবন্দরে পৌঁছতেই আলিয়াকে তাক করে ক্যামেরার লেন্স। তিনি ভক্তদের আবদার মেনে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বুলগেরিয়া থেকে দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী