দেশজুড়ে নোটের আকাল, গুজরাতে ভজনের এক অনুষ্ঠানে ওড়ানো হল দেড় কোটি টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2016 01:39 PM (IST)
1
দেশের বিভিন্ন প্রান্তে নোটের আকালে হাহাকার। এটিএম অথবা ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তারই মধ্যে ভজনের অনুষ্ঠানে নোট ওড়ানোর ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নোট বাতিলের সিদ্ধান্ত।
2
সেখানে রবিবার রাতে ভজনের একটি অনুষ্ঠান ছিল। গায়কদের লক্ষ্য করে ওড়ানো হল দেড় কোটিরও বেশি টাকা। তাও সবই নতুন নোটে।
3
গোটা দেশজুড়ে নোটের আকাল। উল্টো ছবি গুজরাতের নভসারিতে।