দেখুন, দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে সবার নজর কেড়ে নিল ‘বেবি মাফলারম্যান’
এই শিশুটিকে বিশেষ অতিথি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল আম আদমি পার্টি। আজ তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় রাঘব চাড্ডা, সোমনাথ ভারতীর মতো আপ নেতাদের।
আজ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিবাল। তাঁকে শপথবাক্য পাঠ করান উপ রাজ্যপাল অনিল বৈজল। কেজরিবালের সঙ্গে মণীশ শিসোদিয়া সহ অন্যান্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
কেজরিবালের এবারের মন্ত্রিসভায় কোনও মহিলা জায়গা পাননি। সব মন্ত্রীই পুরুষ।
শপথ গ্রহণ করার পর দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তিনি সবার জন্য কাজ করবেন। দিল্লির উন্নয়নই তাঁর লক্ষ্য। দিল্লির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও চেয়েছেন কেজরিবাল।
আজকের অনুষ্ঠানে বেশ কয়েকটি শিশু কেজরিবালের মতো পোশাক পরে হাজির হয়েছিল। তাদের ঘিরে সবারই উৎসাহ ছিল তুঙ্গে।
আজ কেজরিবালের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রামলীলা ময়দানে বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।
আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কেড়ে নেয় ‘বেবি মাফলারম্যান’। কেজরিবালের মতো সেজে হাজির হয়েছিল শিশুটি।