জন্মদিনে দেখুন, আশিস নেহরার এই রেকর্ড এখনও অক্ষত
একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেহরার এমন একটি রেকর্ড আছে, যা ভারতের অন্য কোনও বোলারের নেই। একমাত্র নেহরাই একদিনের ম্যাচে দু বার ৬ উইকেট নিয়েছেন। ছবি সৌজন্যে এএফপি
চোটের জন্য কেরিয়ারের অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেহরাকে। তবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন। সবাইকে বুঝিয়ে দিয়েছেন, এখনও ফুরিয়ে যাননি। ছবি সৌজন্যে এএফপি
২০০৩ সালের বিশ্বকাপে জাভাগল শ্রীনাথ, জাহির খান ও নেহরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে সেই স্মৃতি উজ্জ্বল। ছবি সৌজন্যে এএফপি
আজ ভারতের অভিজ্ঞ বাঁ হাতি পেসার আশিস নেহরার জন্মদিন। ৩৯ বছর পূরণ করলেন নেহরা। এই বয়সেও তরুণ পেসারদের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছেন এই পেসার। ছবি সৌজন্যে এএফপি
১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় দিল্লির এই পেসারের। ২০০০ সালের আগে যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে, তাঁদের মধ্যে একমাত্র নেহরাই এখনও খেলছেন। ছবি সৌজন্যে এএফপি