দেখুন, স্ত্রীর পোশাক নিয়ে কটূক্তির কড়া জবাব দিলেন মহম্মদ শামি
কাইফ লিখেছেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। শামিকে পূর্ণ সমর্থন করছি। দেশে এর চেয়ে অনেক বড় বড় সমস্যা আছে। আশা করি সবার শুভবুদ্ধির উদয় হবে
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও শামির পাশে দাঁড়িয়েছেন
বেশ কয়েকজন শামির স্ত্রীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তবে অনেকেই শামিকে সমর্থন করে কটূক্তির পাল্টা জবাব দেন
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও মেয়ের ছবি পোস্ট করে কটূক্তির শিকার হলেন ভারতীয় দলের তারকা পেসার
অন্য একজনও ঈশ্বর, ধর্মের প্রসঙ্গ তুলে শামিকে কটূক্তি করেছে
শামির স্ত্রীর ধর্ম নিয়ে একজন কটাক্ষ করেছে
শামি বুঝিয়ে দিয়েছেন, স্ত্রীর প্রতি কটূক্তি কোনওভাবেই রেয়াত করবেন না
শামিও কটূক্তির জবাব দিয়েছেন। আজ সকালে তিনি লিখেছেন, ছবিতে যে দু জন আছে তারা আমার জীবন। আমি খুব ভালভাবেই জানি কী করা উচিত আর কী করা উচিত নয়। আমরা কতটা ভাল, সেটা নিজেদেরই বিচার করা উচিত