দেখুন, বিয়ে নিয়ে জল্পনার মধ্যেই রূপচর্চা করতে গেলেন দীপিকা পাড়ুকোন
দীপিকা অবশ্য বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘স্বপ্না দিদি’ ছবিতে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি চুক্তিতে সই করার জন্য নেওয়া অর্থও ফিরিয়ে দিয়েছেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীপিকা অভিনীত হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ দ্য জ্যান্ডার কেজ’-এর পরিচালক ড্যানিয়েল জন কারুসো জানিয়েছেন, এই সিরিজের পরবর্তী ছবিতেও দেখা যাবে তাঁকে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বিয়ে নিয়ে জল্পনার মধ্যেই দীপিকার পরবর্তী ছবি নিয়ে ভাল খবর এসেছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দীপিকার মতোই রণবীরও বিয়ের বিষয়ে কোনও মন্তব্য করছেন না। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এই অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কর্ণ জোহর অবশ্য রেডিওর একটি অনুষ্ঠানে বলেছেন, বিয়ের কথা অস্বীকার করছেন না দীপিকা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
দীপিকা অবশ্য বিয়ে নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে নারাজ। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এ বছরের নভেম্বরেই রণবীর সিংহের সঙ্গে দীপিকার বিয়ে হবে বলে বলিউডে জোর জল্পনা চলছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
‘পদ্মাবৎ’ মুক্তি পাওয়ার পর থেকেই ছুটি কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। মুম্বইয়ের একটি সেলুনে তাঁকে রূপচর্চা করতে যেতে দেখা গেল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -