দেখুন, গম্ভীরের সঙ্গে মজা করতে গিয়ে নিজের কথাতেই ফেঁসে গেলেন লক্ষ্মণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2017 01:31 PM (IST)
1
জবাবে লক্ষ্মণকে চুপ করিয়ে দিয়ে গম্ভীর লেখেন, সহবাগ তোমার একটা গোপন কথা আমাকে বলেছিল। বৌদি যদি ট্যুইটারে না থাকেন, তাহলে সেই গোপন কথাটা আমি বলতে পারি। বলে দিই? গম্ভীরের এই ট্যুইটের কোনও জবাব দেননি লক্ষ্মণ
2
এরপর লক্ষ্মণ মজার ছলে লেখেন, গম্ভীরের কানে কানে বীরু কী বলছে কেউ আন্দাজ করতে পারেন?
3
জবাবে গম্ভীর লেখেন, তোমার শুভেচ্ছার জন্য আমার হৃদয়ে সবসময় বিশেষ জায়গা আছে
4
প্রথম ট্যুইটে বীরেন্দ্র সহবাগের সঙ্গে গম্ভীরের একটি পুরনো ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান লক্ষ্মণ
5
গম্ভীর প্রত্যেকেরই শুভেচ্ছার জবাব দিয়েছেন। তবে সবচেয়ে আকর্ষণীয় জবাব দিয়েছেন লক্ষ্মণকে
6
ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও গম্ভীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান
7
ক্রিকেট জগতের বহু তারকাই গম্ভীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান
8
শনিবার ছিল ভারতের বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীরের জন্মদিন