দেখুন, বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীরা খলনায়িকার ভূমিকাতেও সফল
‘ঔরঙ্গজেব’ ছবিতে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল অমৃতা সিংহকে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
‘মকবুল’ ছবিতে নেগেটিভ রোলে দেখা গিয়েছিল তব্বুকে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
বলিউড ছাড়িয়ে হলিউডেও জনপ্রিয় হয়ে ওঠা প্রিয়ঙ্কা চোপড়াকে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
বিপাশা বসুকেও নেগেটিভ রোলে দেখা গিয়েছে। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
ন’য়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল ‘গুপ্ত’ ছবিতে খলনায়িকার চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন। ছবি সৌজন্যে গুগুল ফ্রি ইমেজ
‘রেস ২’ ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে নেগেটিভ রোলে দেখা গিয়েছিল। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিও খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ‘মাকড়ি’ ছবিতে তাঁকে নেগেটিভ রোলে দেখা গিয়েছিল। এই ছবিতেও তাঁর অভিনয় অসাধারণ ছিল। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ
বলিউডের অনেক অভিনেত্রীই যেমন নায়িকার ভূমিকায় সফল, তেমনই দু-একটি ছবিতে খলনায়িকার চরিত্রেও দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁদের অন্যতম প্রীতি জিন্টা। ‘আরমান’-এ খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় সবার নজর কেড়ে নিয়েছিল। ছবি সৌজন্যে গুগল ফ্রি ইমেজ