দেখুন, নতুন আইটেম নম্বরের জন্য সানি লিওনের শ্যুটিংয়ের ছবি
সঞ্জয় দত্তর আসন্ন ছবি ‘ভূমি’-র সেটে দেখা মিলল সানি লিওনের। এই ছবিতে একটি আইটেম সংয়ের সঙ্গে নাচতে দেখা যাবে সানিকে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
সম্প্রতি সানি একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। তিনি স্বামী ড্যানিয়েল ওয়েবার ও দত্তক কন্যার সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন। সব ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
সানি বলেছেন, গণেশের সঙ্গে কাজ করে তিনি খুশি
এর আগেও একাধিক ছবিতে আইটেম নম্বরে দেখা গিয়েছে সানিকে
সানির আইটেম ড্যান্স এই ছবিতে অন্য মাত্রা যোগ করবে
আগামী ২২ সেপ্টেম্বর ভূমি মুক্তি পাওয়ার কথা
এই ছবি নিয়ে সঞ্জয় দত্তর অনুরাগীরা আশাবাদী
এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত ও অদিতি রাও হায়দারি
এই ছবির প্রযোজকও উমঙ্গ
এই আইটেম সংয়ের নাম ‘ট্রিপি ট্রিপি’। এই গানের সঙ্গে নাচের দৃশ্যের শ্যুটিং করেছেন সানি। বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য এই আইটেম নম্বরের কোরিওগ্রাফি করেছেন
ভূমির গল্প লিখেছেন সন্দীপ সিংহ
এই ছবির পরিচালক উমঙ্গ কুমার
‘ভূমি’ ছবিটি অ্যাকশন থ্রিলার বলে জানা গিয়েছে
ইন্টারনেটে সানির এই ছবি ভাইরাল। তাঁর ভক্তদের মধ্যে এই ছবি প্রবল জনপ্রিয় হয়েছে