গতকাল ছিল জন্মদিন, রাজেশ খন্নাকে শ্রদ্ধা
কিন্তু ২০১২ সালের ১৮ জুলাই প্রয়াত হন এই অভিনেতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালের জুন মাস থেকেই রাজেশের শরীর খারাপ হতে শুরু করে। ২৩ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। ৮ জুলাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়
এরপর রাজেশের সঙ্গে অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সম্পর্ক তৈরি হয়। ১৯৭৩ সালের মার্চে তাঁদের বিয়ে হয়
অভিনেত্রী ও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল রাজেশের। কিন্তু সেই সম্পর্ক শেষপর্যন্ত টেকেনি
রাজেশই ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার
থিয়েটার থেকে বড়পর্দায় অভিনয় শুরু করার পর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান রাজেশ। আরাধনা, দ্য ট্রেন, সফর, কটি পতঙ্গ, আনন্দ, মর্যাদা, হাতি মেরা সাথি, অমর প্রেম, দুশমন, আপনা দেশের মতো একাধিক ছবি হিট হয়
বরাবরই স্টাইলিশ ছিলেন রাজেশ। ষাটের দশকে তিনি স্পোর্টস কার নিয়ে নাটকে অভিনয় করতে যেতেন। সেই সময় খুব কম অভিনেতারই গাড়ি ছিল। ফলে তখন থেকেই নিজেকে আলাদা করে চেনান রাজেশ
স্কুলে পড়ার সময় থেকেই নাটকে অভিনয় শুরু করেন রাজেশ। স্কুল ও কলেজে অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কার পান
আত্মীয় চুনীলাল খন্নাই রাজেশকে লালন-পালন করেন। তাঁর বাবা-মার নাম ছিল লালা হীরানন্দ ও চন্দ্রাণী খন্না
১৯৪২ সালের ২৯ ডিসেম্বর অমৃতসরে জন্ম হয় এই অভিনেতার
গতকাল ছিল বলিউডের প্রয়াত সুপারস্টার রাজেশ খন্নার জন্মদিন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -