দেখুন, জগ্গা জাসুসের গান প্রকাশ অনুষ্ঠানে হাজির রণবীর, ক্যাটরিনা
এর আগেও জগ্গা জাসুস ছবির একটি গান প্রকাশ করা হয়েছে। আজ নতুন গান প্রকাশিত হল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যাটরিনা অবশ্য বিতর্কিত কোনও প্রশ্নেরই জবাব দেননি। তিনি সযত্নে সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন
ক্যাটরিনার সঙ্গে এর আগে আজব প্রেম কি গজব কাহানি ও রাজনীতি ছবিতে কাজ করেছিলেন রণবীর। দুটি ছবিই সফল হয়েছিল। ক্যাটরিনার জন্যই এবার তিনি জগ্গা জাসুস প্রযোজনা করেছেন বলে জানিয়েছেন রণবীর
শাহরুখ খানের পরবর্তী ছবি ‘যব হ্যারি মেট সেজাল’-এর নামকরণ তিনিই করেছেন বলে দাবি রণবীরের। তিনি বলেছেন, এর জন্য ৫ হাজার টাকা পুরস্কার তাঁর প্রাপ্য। সেই টাকা নিতে তিনি শাহরুখের বাংলো মন্নতে যাবেন
সোশ্যাল মিডিয়ায় না থাকায় অন্যান্য তারকাদের মতো সবসময় নিজের বক্তব্য প্রকাশ করেন না রণবীর। আজ অবশ্য তিনি অনেকক্ষণ ধরে নানা বিষয়ে কথা বললেন
সাড়ে তিন বছর ধরে জগ্গা জাসুসের কাজ চলেছে। রণবীর ও ক্যাটরিনা একসঙ্গে এই ছবির প্রচার করবেন না বলে গুজব রটেছিল। আজ এ বিষয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন রণবীর
অভিনয়ের পাশাপাশি জগ্গা জাসুসের প্রযোজকও রণবীর। ফলে তাঁর উপর বাড়তি দায়িত্ব। আজ সেই দায়িত্বেরই প্রতিফলন দেখা গেল তাঁর আচরণে
এই অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির নায়ক রণবীর কপূর ও নায়িকা ক্যাটরিনা কাইফ
আসন্ন ছবি জগ্গা জাসুসের গান ‘গলতি সে মিসটেক’ প্রকাশিত হল আজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -