দেখুন! বলিউডের প্রিয়তম মামা-ভাগ্নে সলমন ও আহিলের কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2019 10:04 AM (IST)
1
সলমনের প্রিয় নীলকান্তমণির ব্রেসলেট তাঁর লাকি চার্ম। সেটাও ভাগ্নের হাতে তুলে দিয়েছেন তিনি।
2
3
দেখুন মামা-ভাগ্নের আরও ছবি।
4
২০১৬-র ৩০ মার্চ জন্ম আহিলের। এ বছর ৩-এ পড়বে সে। বোঝাই যাচ্ছে, তার জন্মদিনে বিরাট পার্টি দেবে শর্মা ও খান পরিবার। বিদেশে শ্যুটিংয়ে ব্যস্ত না থাকলে মামা সলমন পার্টিতে থাকবেনই।
5
ভাগ্নে আহিল শর্মার সঙ্গে সময় কাটাতে সলমন খানের ক্লান্তি নেই। পেশাদারি জীবনে তিনি যতই ব্যস্ত থাকুন, ভাগ্নের জন্য সাল্লুর হাতে সব সময় অফুরন্ত সময়। আহিলের মা অর্পিতা শর্মা ইস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মায়ের কোলে ছোট্ট আহিল শক্ত করে জড়িয়ে ধরেছে মামা সলমনের গলা।