দেখুন, একটি শিশুকন্যাকে দত্তক নিলেন সানি লিওন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2017 05:50 PM (IST)
1
ড্যানিয়েল বলেছেন, দু বছর আগে তাঁরা যখন একটি অনাথ আশ্রমে যান, তখনই একটি শিশুকে দত্তক নেওয়ার আবেদন করেন। এভাবেই তাঁরা অনাথ বাচ্চাদের পাশে থাকতে চাইছেন
2
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সানি লিওন মা হতে চলেছেন। অবশেষে তিনি মা হলেন। একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছেন সানি। মেয়েটির বয়স ২১ মাস। সে মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দা। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার মেয়েটির নাম রেখেছেন নিশা কউর ওয়েবার
3
সানি বলেছেন, তিনি কাজে এত ব্যস্ত থাকেন, মা হওয়ার সময় বার করতে পারছিলেন না। সেই কারণেই শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। নিশাকে দত্তক নিয়ে তিনি খুব খুশি
4
কিছুদিন আগেই সানি বলেছিলেন, তিনি মা হতে চান কিন্তু অন্তঃসত্ত্বা হতে ভয় পান। এরপরেই জানা গেল, তিনি নিশাকে দত্তক নিয়েছেন। সানি ও ড্যানিয়েলকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন
5
6
7
8
দেখুন সানির আরও ছবি
9
10
11
12
13