দেখুন, একটি শিশুকন্যাকে দত্তক নিলেন সানি লিওন
ড্যানিয়েল বলেছেন, দু বছর আগে তাঁরা যখন একটি অনাথ আশ্রমে যান, তখনই একটি শিশুকে দত্তক নেওয়ার আবেদন করেন। এভাবেই তাঁরা অনাথ বাচ্চাদের পাশে থাকতে চাইছেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সানি লিওন মা হতে চলেছেন। অবশেষে তিনি মা হলেন। একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছেন সানি। মেয়েটির বয়স ২১ মাস। সে মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দা। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার মেয়েটির নাম রেখেছেন নিশা কউর ওয়েবার
সানি বলেছেন, তিনি কাজে এত ব্যস্ত থাকেন, মা হওয়ার সময় বার করতে পারছিলেন না। সেই কারণেই শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। নিশাকে দত্তক নিয়ে তিনি খুব খুশি
কিছুদিন আগেই সানি বলেছিলেন, তিনি মা হতে চান কিন্তু অন্তঃসত্ত্বা হতে ভয় পান। এরপরেই জানা গেল, তিনি নিশাকে দত্তক নিয়েছেন। সানি ও ড্যানিয়েলকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন
দেখুন সানির আরও ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -