দেখুন, এই মহিলারা নিজস্ব ক্ষেত্রে ভারতের প্রথম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2017 06:57 PM (IST)
1
ভারতের প্রথম মেয়েদের স্কুলের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে। তাঁর জন্ম ১৮৩১ সালের ৩ জানুয়ারি। ১৮৪৮ সালে পুণেতে তিনি ভারতের প্রথম মেয়েদের স্কুল চালু করেন
2
ভারতের প্রথম মহিলা আইপিএস কিরণ বেদী। তিনি বর্তমানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর
3
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ন্যায়মূর্তি ফতিমা বিবি। তিনি তামিনলাড়ুর রাজ্যপালের দায়িত্বও সামলেছেন
4
প্রথম ভারতীয় লেখিকা হিসেবে বিকার পুরস্কার পান অরুন্ধতী রায়। গড অফ স্মল থিংস-এর জন্য তিনি এই পুরস্কার পান
5
আন্তর্জাতিক মহিলা দিবসে আজ দেখুন, সেই মহিলাদের ছবি, যাঁরা নিজস্ব ক্ষেত্রে প্রথম
6
ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার জন্ম ১৯৬২ সালের ১৭ মার্চ। ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় মৃত্যু হয় কল্পনার