দেখুন, বিপজ্জনক সেলফি তোলাই এই তরুণীর নেশা!
ইনস্টাগ্রামে নিকোলাওয়ের ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষেরও বেশি। তবে তাঁর মতো বিপজ্জনক সেলফি তোলার দুঃসাহস কেউই বোধহয় দেখাতে চাইবেন না
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন বেশিরভাগ মানুষের হাতেই অত্যাধুনিক মোবাইল ফোন। সেই ফোনে সেলফি তোলা অনেকেরই পছন্দের বিষয়। কিন্তু তাই বলে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে সেলফি তোলা কি কারও নেশা হতে পারে! কিন্তু এমনই বিপজ্জনক নেশা এক তরুণীর
একটু এদিক-ওদিক হলেই নিশ্চিত মৃত্যু। সেই অবস্থায় সেলফি তুলে অনাবিল আনন্দ পান নিকোলাও
মস্কো, হংকং, চিনের বিভিন্ন গগনচুম্বী ভবনের মাথায় উঠে সেলফি তুলেছেন নিকোলাও। তিনি সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে
ভয় কী বস্তু সেটা বোধহয় জানা নেই নিকোলাওয়ের। সেই কারণেই এই ধরনের সেলফি তুলতে পারেন তিনি
এই তরুণীর নাম নিকোলাও। তিনি রাশিয়ার নাগরিক। জীবন হাতের করে একের পর এক বিপজ্জনক সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা হয়ে গিয়েছেন এই তরুণী
নিকোলাওয়ের মতো এভাবে আক্ষরিক অর্থেই জীবন নিয়ে খেলা করা উচিতও নয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -