দেখুন, শ্রীদেবী অভিনীত ছবিগুলির সবচেয়ে জনপ্রিয় ১০টি গান
২০১২ সালে মুক্তি পাওয়া ইংলিশ ভিংলিশ ছবির গানগুলিও জনপ্রিয় হয়
লাডলা ছবির ‘ধক ধক দিল’ গানটিও জনপ্রিয় হয়
লমহে ছবিতে অনিল কপূরের বিপরীতে অভিনয় করেন শ্রীদেবী। এই ছবির গানগুলিও জনপ্রিয় হয়
চাঁদনী ছবির ‘মেরে হাথো মে’ গানটি এখনও দর্শকদের মুখে ফেরে
সদমা ছবির গানগুলিও প্রবল জনপ্রিয় হয়
ঋষি কপূরের বিপরীতে নাগিনা ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। এই ছবির গানগুলিও জনপ্রিয় হয়
হিম্মতওয়ালা ছবির ‘নয়নো মে নয়না’ গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল
মিস্টার ইন্ডিয়া ছবির অন্য গানগুলিও একইরকম জনপ্রিয় হয়েছিল
১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া মুক্তি পাওয়ার পর ‘হাওয়া হাওয়াই’ গানটি শ্রীদেবীকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়
চালবাজের ‘জানে কাঁহা সে আয়ি’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল
হিম্মতওয়ালা, সদমা, নাগিনা, মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, নিগাহেঁ, লাডলার মতো বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। দেখে নেওয়া যাক তাঁর অভিনীত ছবিগুলির সবচেয়ে জনপ্রিয় ১০টি গান