দেখুন, ভারতে নববর্ষের ছুটি কাটানোর সেরা কয়েকটি জায়গা
গেটওয়ে অফ ইন্ডিয়া, মেরিন ড্রাইভ সহ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মহাসমারোহে বর্ষবরণের উৎসব পালন করা হয়
মায়ানগরী মুম্বইয়েও নববর্ষের এই সময়ে উৎসব অন্য মাত্রা পায়
ভারতের অপর এক বিখ্যাত পর্যটনস্থল মানালিতেও বর্ষবরণের এই সময় বহু পর্যটক যান
কেরলের সমুদ্রতীরে বা ব্যাকওয়াটারে হাউসবোটে নববর্ষের পার্টি করাই যায়। নববর্ষ পালনের জন্য এরকম আকর্ষণীয় জায়গা খুব কমই আছে
গোয়া সারাবছরই পর্যটকদের আকর্ষণ করে। তবে এই সময়টায় গোয়ার আকর্ষণ অন্যরকম। শুধু দেশেরই নয়, বিদেশের পর্যটকরাও বর্ষবরণের সময় ছুটি কাটানোর জন্য গোয়াকেই বেছে নেন
পাহাড়ি রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকেও বর্ষবরণের মজা অন্যরকম। এই সময় গ্যাংটক বরফের চাদরে মোড়া থাকে। প্রকৃতির শোভা উপভোগ করার জন্য বহু পর্যটক সেখানে যান
নববর্ষের ছুটি কাটানোর জন্য বেঙ্গালুরুকেও বেছে নেওয়া যায়। দক্ষিণ ভারতের এই শহরের আকর্ষণও কোনও অংশে কম নয়
‘সিটি অফ জয়’ কলকাতায় বর্ষবরণের মজাই আলাদা। পার্ক স্ট্রিট তো আছেই, তার সঙ্গে ইকো পার্ক, নিক্কো পার্ক, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় আনন্দে মেতে ওঠা যায়
বর্ষবরণের রাতে দিল্লির ইন্ডিয়া গেট আলোর মালায় সেজে ওঠে। এখানেও মহাসমারোহে নতুন বছরকে স্বাগত জানানো হয়