দেখুন, পাকিস্তান থেকে দেশে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়লেন উজমা আহমেদ
নয়াদিল্লির বাসিন্দা উজমার সঙ্গে তাহিরের পরিচয় হয় মালয়েশিয়ায়। এরপর পাকিস্তানে যান উজমা। সেখানে এ মাসের ৩ তারিখ বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করেন তাহির
এ মাসের ১২ তারিখ ইসলামাবাদ হাইকোর্টে তাহিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উজমা। আদালত তাঁকে দেশে ফেরার অনুমতি দেয়
উজমাকে দেশে ফিরতে সাহায্য করার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন
এর আগেও উজমার বিয়ে হয়। একটি মেয়েও আছে। সেই মেয়েটি থ্যালাসেমিয়ায় ভুগছে। দেশে ফিরে তার সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন উজমা
বিদেশমন্ত্রী উজমাকে স্বাগত জানান। পাশে থাকার জন্য তাঁকে ধন্যবাদ জানান উজমা
তাহির আলি নামে এক পাকিস্তানি যুবক তাঁকে বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করেছে বলে অভিযোগ করেন উজমা। ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে ভারতে ফেরার অনুমতি দেয়
উজমা আহমেদ পাকিস্তান থেকে দেশে ফিরে আসায় সরকারকে ধন্যবাদ জানালেন তাঁর পরিবারের লোকেরা। তাঁরা বলেছেন, ও যে এত তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে, সেটা আশা করিনি। এমনকী ওকে ফেরানোর জন্য আমাদের কিছু করতেই হয়নি। সরকারই ওকে দেশে ফিরিয়েছে
বৃহস্পতিবার সকালে ওয়াগা সীমান্ত পেরিয়ে ভারতে ফেরেন উজমা