নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ চেন্নাই সুপার কিংসের ক্যারিবিয়ান খেলোয়াড় ডোয়েন ব্র্যাভোকে দেখা গেল খোশমেজাজে। মুম্বইয়ে একটি প্রোমোশনার ইভেন্টে র‌্যাপিং করলেন ব্র্যাভো।ওই ইভেন্টে ব্র্যাভোর গানের তালে নাচতে দেখা গেল বিরাট কোহলিকে। তাঁর সঙ্গে দেখা গেল পঞ্জাব কিংস ইলেভেনের খেলোয়াড় কে এল রাহুলকেও। ছিলেন হরভজন সিংহও। চারজন মিলে ইভেন্টের ঔজ্জ্বল্য কয়েকগুণ বাড়িয়ে দিলেন। তাঁদের সবাইকে এক মঞ্চে নাচতে দেখা গেল।




আইপিএলের বিগত মরশুমে ব্র্যাভোর গান চ্যাম্পিয়ন ভারতে বেশ জনপ্রিয় হয়েছিল।
সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রমোশনের জন্য বাস সফর করেছিলেন ব্র্যাভো। সেখানেও নিজের গানে জমিয়ে দিয়েছিলেন তিনি।