ঐশ্বর্যকে প্রথমবার দেখেই প্রেমে পড়েছিলেন অভিষেক! বিবাহবার্ষিকীতে স্মৃতিচারণ জুনিয়ার বচ্চনের
এরপর একসঙ্গে অভিনীত গুরু ছবি সুপারহিট হবার পরেই বিয়ে করেন এই জুটি
পরিবারের থেকেও সবাই খুশি ছিল তাঁদের সম্পর্কে।
২০০৭ সালে বিয়ে হল এই দুই বলি তারকার। অনুরাগীদের এখনও কাপেল-গোল অভিষেক ঐশ্বর্যর এই জুটি।
এরপর সুপারহিট হয় তাঁদের অভিনীত উমরাও জান। সেই ছবির সেটেই বিয়ের প্রস্তাব দেন অভিষেক।
১৯৯৭ সালে নাকি প্রথম দেখা হয় অভিষেক ঐশ্বর্যের। সুইজারল্যান্ডে শ্যুটিং- এর জন্য গিয়েছিলেন তাঁরা।
তবে তখনও নিজমুখে নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি জুটি।
আজ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহবার্ষিকী। ১৩ বছর আগে ঠিক আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
এরপর কিঁউ হো গ্যায়া না ছবির সেটে প্রথম তাঁদের প্রেমের খবর সামনে আসে।
তাঁদের এক ছোট্ট মেয়ে রয়েছে। নাম আরাধ্যা।
বিবাহবার্ষিকীতে নিজেদের প্রেমের ঘটনা নিয়ে মুখ খোলেন অভিষেক। ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন ঐশ্বর্যের।
এরপর ২০০০ সালে ঢাই অক্ষর প্রেম কি ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের বন্ধুত্ত্ব শুরু হয়।
ঐশ্বর্যের সঙ্গে প্রথম তাঁকে আলাপ করিয়ে দেন ববি দেওল। মিস ওয়ার্ল্ডকে প্রথম সামনে থেকে দেখেন অভিষেক।