গাছ পড়ে বন্ধ রাস্তা, একাধিক মৃত্যু! ঘণ্টায় ৯৬ কিমি বেগে কালবৈশাখীতে ফের লন্ডভন্ড রাজ্যের চেনা ছবি!
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরে ঝড়ে পাঁচিল চাপা পড়ে মৃত এক। গুরুতর আহত আরও ৫।
গতকাল বিকেলে শুরু হয় বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে বাড়ির পাঁচিল ভেঙে আহত হন ৬ জন। হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বছর চল্লিশের মোহর আলি মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ২ মহিলা সহ ৫ জন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। হুগলির আরামবাগের হরাদিত্য এলাকার ঘটনা। গতকাল বিকেলে ঝড় শুরু হয়, সঙ্গে মুষলধারে বৃষ্টি। গাছ চাপা পড়ে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা বছর চল্লিশের লালমোহন রায়গুপ্তর। গুরুতর আহত হন ২ জন। এঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ির টিন, অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়েছে। উপড়ে পড়েছে বড় বড় গাছ। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি।
শ্যামবাজারে গাছ পড়ে বন্ধ রাস্তা।
ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি ছিল পুরুলিয়ায়। লন্ডভন্ড হয়েছে গোটা জেলা। খুঁটি উপড়ে বিদ্যুৎহীন একাধিক এলাকা। বন্ধ রাস্তা, জলমগ্ন বেশ কিছু অংশ।
পার্ক স্ট্রীটে রাস্তায় ছড়িয়ে রয়েছে ডিভাইডার।
আজও চলবে রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি। উত্তর ও দক্ষিণ - দুই বঙ্গেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে আকাশ মেঘলা। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলতঃ বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি। কোথাও বইবে দমকা ঝোড়ো হাওয়া।
কালবৈশাখীর সময় বাজ পড়ে দুর্গাপুরে একজনের মৃত্যু।
যতীনদাস পার্কে দাঁড় করানো গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। বন্ধ রাস্তা, নষ্ট হল একাধিক গাড়ি।
যাদবপুরে গাছ পড়ে বন্ধ রাস্তা। ফের ছিঁড়ল ওভারহেড তার। বিদ্যুৎহীন একাধিক এলাকা।
কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হাওড়া ও একাধিক জেলায়।
উমপুনের ক্ষত না সারতেই ফের রাজ্যে ঘণ্টায় ৯৬ কিমি বেগে কালবৈশাখী। লন্ডভন্ড কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পুরুলিয়া। ফের একবার সামনে এল ধ্বংসের ছবি।