✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বেকারদের জন্য সুখবর আসতে পারে ‘তুলা’ জাতকদের, উচ্চাকাঙ্খী মহিলা/পুরুষের ফাঁদে পড়তে পারেন ‘ধনু’ জাতকরা -- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  24 May 2020 06:25 AM (IST)
1

প্রতিবেশীর থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি হবে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তি অনেক দূর যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। হারানো জিনিস ফিরে পেতে পারেন।

2

কারও সঙ্গে জমি কেনা নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। ব্যবসায় ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারে কোনও কাজ সপ্তাহের মধ্য ভাগে সেরে ফেলুন। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে অশান্তি বাড়বে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভাল হবে। এই সপ্তাহে কোনও প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পেতে পারেন।

3

যেচে পরের উপকার করতে যাবেন না। কোনও কারণে আপনি হাসির পাত্র হতে পারেন। বাড়ি তৈরির জন্য যোগাযোগ বা কথাবার্তা ভাল হবে। এই সপ্তাহে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বাড়িতে বন্ধু নিয়ে সমস্যা হতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। জল থেকে সাবধান থাকুন। বিয়ের ব্যাপারে বিশেষ আলোচনা। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে।

4

গুরু জনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্খী মহিলা/পুরুষের ফাঁদে পড়তে পারেন। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে না। প্রেমে কোনও বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হঠতে পারে। ব্যবসায় অর্থ আসার ভাল যোগ রয়েছে। গুরু জনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মানসিক কষ্ট বাড়বে। অফিসে উন্নতির সুযোগ আসবে। উচ্চশিক্ষার জন্য ভাল সময় আসতে পারে। সন্তানগের নিয়ে চাপ বাড়বে। সপ্তাহের শেষ দিকে মানসিক চপ আসতে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে।

5

কর্মক্ষেত্রে কোনও কারণে অর্থ প্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব শুভ। রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধান থাকা দরকার। এই সপ্তাহে অফিসে কাজের চাপ প্রচুর বাড়বে। চিকিৎসার খরচ বাড়বে। সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তি মানসিক চাপ বাড়াতে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে। পেটের সমস্যা বাড়বে।

6

সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে। এই সপ্তাহে ব্যবসায় ভাল খবর পাবেন। আর্থিক চাপ তেমন থাকবে না। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা। কোনও আইনি কাজের জন্য খরচ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরায় সাবধানতার প্রয়োজন। সপ্তাহের মধ্য ভাগে শরীরের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।

7

অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারও খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য খরচ হতে পারে। সংসারে কোনও আত্মীয় নিয়ে বিবাদের আশঙ্কা। বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা। অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। আর্থিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে ব্যবসার মন্দা আসতে পারে।

8

পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা। সপ্তাহের প্রথম দিকে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় অশান্তি চিন্তা বাড়াতে পারে। স্ত্রীর জন্য কোনও অশান্তি অনেক দূর যেতে পারে। পুলিশের থেকে সাবধান থাকুন। স্ত্রীর জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে। বাড়িতে কোনও কাজের জন্য খরচ হতে পারে। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

9

প্রতিবেশীদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। আত্মীয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। ব্যবসায় ভাল আর্থিক সাহায্য পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি। সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন।

10

সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারও সাহায্য পেতে পারেন। খেলাধূলা সংক্রান্ত ভাল কোনও খবর আসতে পারে। কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও মূল্যবান দ্রব্য চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা বন্ধ রাখাই ভাল। সপ্তাহের মধ্য ভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় খরচ হতে পারে। সম্পত্তি কেনার ভাল সময়।

11

রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। বেড়াতে যাওয়ার পক্ষে সপ্তাহটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক কষ্ট। এই সপ্তাহে গুরু জনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ মিতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তির ফলে বাড়ির পরিবেশ উত্তপ্ত থাকবে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে মত প্রকাশ করতে হবে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পেরে আনন্দ। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা।

12

প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধের আশঙ্কা। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক আস্থিরতা কাজের ক্ষতি করতে পারে। সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা। এই সপ্তাহে শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী-স্ত্রী মিলিত চেষ্টায় কোনও সমস্যার সমাধান। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরে কোনও ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন।

  • হোম
  • Photos
  • গ্যাজেট
  • বেকারদের জন্য সুখবর আসতে পারে ‘তুলা’ জাতকদের, উচ্চাকাঙ্খী মহিলা/পুরুষের ফাঁদে পড়তে পারেন ‘ধনু’ জাতকরা -- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.