অ্যাকাউন্ট সুরক্ষা বাড়াতে ‘২ স্টেপ ভেরিফিকেশন’ হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিলই। এবার লাইভ করা হল হোয়াটস অ্যাপের ‘২ স্টেপ ভেরিফিকেশন’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটিংসে গেলে দেখা মিলবে ‘২ স্টেপ ভেরিফিকেশন’ ট্যাব। সেখানে বলা রয়েছে কী করে এই অপশান-কে এনেবল করতে হবে।
প্রথমে একটি ৬-ডিজিটের পাসকোড দিয়ে ফোনকে রেজিস্টার করতে হবে। পাশাপাশি ই-মেল অ্যাড্রেস ও দিতে হবে।
এই দুই ধাপ পেরোলেই, ‘২ স্টেপ ভেরিফিকেশন’ চালু হয়ে যাবে।
এর মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
জানানো হয়েছে, অন্য কেউ আরেক জনের নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করতে পারবে না। কারণ, তাঁর কাছে পাসকোড ও তাকে রিসেট করার ই-মেল আইডি নেই। অর্থাত, নম্বর ডুপ্লিকেট বা ক্লোন বন্ধ হবে।
আপাতত লেটেস্ট বিটা ভার্সান (২.১৬.৩৪১) এ মিলবে এই বিশেষ সুবিধা।
এখানে গ্রাহককে ২টি ধাপের মাধ্যমে সুরক্ষা বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -