হোয়াটস্যাপে আসা ছবি ও ভিডিও নিয়ে সমস্যা? সমাধান করবেন কীভাবে
ঠিক একইভাবে When connected On Wi-fi বিকল্পতে গিয়েও ছবি ও ভিডিও ডাউনলোড হওয়া বন্ধ করা যাবে। এখানেও ছবি ও ভিডিও-র পাশে টিক চিহ্ন হঠাতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMedia auto-download বাছাইয়ের পর দেখা যাবে When using mobile data দেখতে পাওয়া যাবে। এখানে ক্লিক করে গ্রাহক ছবি ও ভিডিও-র নিজে থেকেই ডাউনলোড হওয়া বন্ধ করা যাবে। গ্রাহককে শুধুমাত্র ছবি ও ভিডিও-র পাশে থাকা বক্সে টিক চিহ্ন সরিয়ে দিতে হবে।
সেটিংসে বিকল্প খোলার পর গ্রাহককে Data and storage usage-এ ক্লিক করতে হবে। এই বিকল্প বাছাইয়ের পর Media auto-download দেখতে পাওয়া যাবে।
মেসেজের মাধ্যমে আসা ভিডিও ও ছবির জন্য হোয়াটস্যাপে সবচেয়ে বেশি ডেটা খরচ হয়। এই ভিডিও ও ছবিগুলি নিজে থেকেই ডাউনলোড হতে শুরু করে দেয়। এভাবে যে ডেটা খরচ হয়, তা আটকাতে যেতে হবে হোয়াটস্যাপের সেটিংস-এ।
বিভিন্ন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে ডেটা নিয়ে প্রতিযোগিতা চলছে। কিন্তু এমন অনেক গ্রাহকই রয়েছেন যাঁরা জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস্যাপে মাত্রাতিরিক্ত ডেটা খরচ নিয়ে সমস্যায় পড়েন। এই সমস্যা দূর করার উপায় রয়েছে। দেখে নেওয়া যাক সেই উপায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -