জানেন, ৩১ ডিসেম্বরের পর এই ফোনগুলিতে সাপোর্ট করবে না হোয়াটস্ অ্যাপ
২০১৬-র পর বেশ কিছু স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস্ অ্যাপ। মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে সারা বিশ্বে ১ বিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে হোয়াটস অ্যাপের। এই খবরে চিন্তায় অনেক হোয়াটস অ্যাপ প্রেমীই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী বছর কিছু স্মার্টফোন ব্যবহারকারীদের আপগ্রেড করতে হবে অপারেটিং সিস্টেম। হোয়াটস অ্যাপের তরফে জানানো হয়েছে, তারা অ্যাপের কিছু ফিচার বাড়াচ্ছে। তাই কিছু অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে না অ্যাপটি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশন যেসব আইপ্যাডগুলো আপডেট করা হয় নি, সেসব ডিভাইসেও হোয়াটস অ্যাপ ব্যবহার করা যাবে না। তবে, অ্যান্ড্রয়েড, আইফোন বা উইনডোজ ফোনকে আপগ্রেড করে নিলে নির্বিঘ্নেই ব্যবহার করা যাবে হোয়াটস অ্যাপ।
দেখে নিন কোন স্মার্টফোনগুলিতে বন্ধ হতে পারে হোয়াটস অ্যাপ সাপোর্ট- অ্যান্ড্রয়েড ২.১, অ্যান্ড্রয়েড ২.২, উইনডোজ ফোন সেভেন, যেকোনও আইফোন এবং আইওএস ৬।
তবে সংস্থা জানিয়েছে, ২০১৭-র ৩০ জুন পর্যন্ত কিছু কিছু সেটে পরিষেবা দেওয়া হবে। সেগুলি হল ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি টেন, নোকিয়া এসফর্টি এবং নোকিয়া সিম্বায়ান এসসিক্সটি।
এখনও পর্যন্ত কমবেশি সব ধরনের স্মার্টফোনোই ব্যবহার করা যেত এই অ্যাপ। হোয়াটস্ অ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, পুরোনো ভার্সানের অ্যান্ড্রয়েড, আইফোন, নোকিয়া, ব্ল্যাকবেরি এবং উইনডোজ সেভেন-এর সেটগুলিতে এ বছরের পর আর ব্যবহার করা যাবে না হোয়াটস্ অ্যাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -