যখন রামদেবের কাছে হারতে হল রণবীরকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Dec 2016 01:47 PM (IST)
1
2
হার স্বীকার করে নেন রণবীর। পা ছুঁয়ে আশীর্বাদ চান রামদেবের কাছ থেকে।
3
শেষমেশ ক্লান্ত হয়ে পড়েন রণবীর। হাপিয়ে ওঠেন। তখনও এনার্জিতে ভরপুর রামদেব।
4
রণবীর যোগগুরুকে নাচে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। রণবীরের অনুরোধ মতো যোগও দেন যোগগুরু। রণবীরের দেখাদেখি নাচের তালে পা মেলান রামদেব।
5
শক্তি পরীক্ষা! দিল্লিতে একটি নাচের অনুষ্ঠানে লড়াই যোগগুরু রামদেব এবং অভিনেতা রণবীর সিংহের।
6
পাল্টা পুশ-আপ করেন রণবীরও। সব মিলিয়ে নাচ-যোগার দুর্দান্ত মিশেল।
7
রণবীরের এনার্জি লেভেল সম্পর্কে ধারণা আছে তাঁর অনুরাগীদের। কিন্তু এক্ষেত্রে ছাপিয়ে গেলেন রামদেব।