দেখুন জাতীয় চ্যাম্পিয়ন ‘কুস্তিগীর’ মহাবীর সিংহ ফোগত যখন হারলেন ছোট্ট ছেলের কাছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2016 01:21 PM (IST)
1
আমির জানিয়েছেন, কুস্তি শুধু শক্তির খেলা নয়। শক্তির সঙ্গে একইভাবে ব্যবহার করতে হয় মনকে। একজন ভাল কুস্তিগীরকে অসম্ভব বুদ্ধিমান হতে হয়।
2
3
ভারতীয় কুস্তি প্রশিক্ষক কৃপাশঙ্কর বিশনোই ছবির জন্য আমিরকে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, খুব দ্রুত সব কিছু শিখে নেন আমির।
4
বাবাকে কুস্তিতে গোহারান হারাল আজাদ।
5
6
আমিরের পারফরম্যান্স সব সময় পছন্দ করেছেন দর্শক। কিন্তু এবার আমির নন, নজর কাড়বে তাঁর ছোট্ট ছেলে আজাদ রাও।
7
আমির খানের ‘দঙ্গল’ ইতিমধ্যেই সুপারহিট। ছবি নির্মাতারা একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে, কীভাবে মাসের পর মাস ধরে কুস্তির প্রশিক্ষণ নেন তিনি। (সব ছবি: ইউটিউব/ইউটিভি মোশন পিকচার্স)