যখন কঙ্গনার মনে হল সুগন্ধা মিশ্রকে চড় মেরে বসি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2017 04:16 PM (IST)
1
ওই টেলিভিশন অনুষ্ঠানে আগামী সিনেমা রেঙ্গুন-এর প্রচারের জন্য এসেছিলেন কঙ্গনা।সঙ্গে ছিলেন সিনেমার সহ অভিনেতা শাহিদ কাপূর।
2
একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাত্ই জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে অস্বস্তিকর মুহূর্ত তৈরি হল কৌতুক অভিনেত্রী সুগন্ধা মিশ্রর।
3
আসলে কঙ্গনা রানাউতকে তাঁর সামনেই নকল করতে গিয়েই মুশকিলে পড়ে যান সুগন্ধা।
4
সেটের লোকজনের থেকে জানা গেছে, কঙ্গনার ওই মন্তব্যের পর সেটের সবাই প্রায় হতচকিত হয়ে পড়েন। খুব অস্বস্তিতে পড়েন সুগন্ধা। কিন্তু পরিস্থিতির ছাপ অনুষ্ঠানে পড়তে দেননি সুগন্ধা। স্বাভাবিকভাবেই শ্যুটিং করেন তিনি।
5
ওই অনুষ্ঠানে কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন গায়ক সেলিম মার্চেন্ট ও শান। তাঁরা সুগন্ধার পিছনে লাগতে শুরু করেন এবং তাঁকে কঙ্গনার নকল করতে বলেন। সুগন্ধার নকল দেখে কঙ্গনা বললেন, আমার মনে হচ্ছিল ওকে চড় মারব ।