দেখুন, রজনীকান্তের সঙ্গে ধোনির সাক্ষাৎ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2016 04:07 PM (IST)
1
চেন্নাইয়ের মানুষ ধোনিকে ‘থালা’ (বস, স্যার) বলেন। তাঁদের কাছে রজনীকান্ত ‘থালাইভা’ (সুপার বস)। ফলে ‘থালাইভা’-র সঙ্গে ‘থালা’-র দেখা করা চেন্নাইয়ের মানুষের কাছে বিশেষ মুহূর্ত
2
আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলার সুবাদে চেন্নাইয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ধোনি। তিনি দক্ষিণ ভারতের এই শহরকে নিজের ‘সেকেন্ড হোম’ বলে উল্লেখ করেছেন
3
হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে ধোনির বায়োপিক
4
৩০ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’
5
নিজের বায়োপিকের প্রচারে চেন্নাইয়ে গিয়ে তামিল ছবির মেগাস্টার রজনীকান্তের সঙ্গে দেখা করলেন ভারতের সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত