কার সামরিক শক্তি বেশি, আমেরিকা না, রাশিয়া?
গ্লোবালফায়ারপাওয়ারের তালিকা অনুযায়ী, সৈন্য শক্তি থেকে শুরু করে অস্ত্রশস্ত্রের বিচারে আমেরিকা অনেক এগিয়ে। যদিও ট্যাঙ্ক সংখ্যার বিচারে এগিয়ে রাশিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাশিয়ার কাছে রয়েছে ১৫৩৯৮ ট্যাঙ্ক, ১৪৩৮ যুদ্ধবিমান. ১ টি যুদ্ধজাহাজ. ৪৭৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ৬০ টি ডুবোজাহাজ। সেনা সংখ্যা ৭ লক্ষের বেশি।
আমেরিকার কাছে রয়েছে ৮৮৪৮ টি ট্যাঙ্ক, ২৭৮৫ যুদ্ধবিমান, ১৩ যুদ্ধজাহাজ, ৯৫৭ অ্যাটাক হেলিকপ্টার, ৭৫ ডুবোজাহাজ। সৈন্য সংখ্যা ১৪ লক্ষ।
গ্লোবাল ফায়ারপাওয়ারের তালিকা অনুযায়ী, আমেরিকার প্রতিরক্ষা বাজেট ৫৮১ বিলিয়ন ডলার। রাশিয়ার বাজেট ৪৬ বিলিয়ন ডলার।
আমেরিকা ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি সম্পর্কে বিশ্বের অন্যতম নামী ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ার সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, কোন দেশ বেশি শক্তিশালী তা দেখে নেওয়া যাক।
সামরিক শক্তি ও অস্ত্রের কথা হলেই বিশ্বে দুই বড় শক্তির কথা মনে হয়। এই দুটি দেশ হল আমেরিকা ও রাশিয়া। সামরিক শক্তির দিক থেকে বিশ্বে প্রথম দুটি স্থানে রয়েছে আমেরিকা ও রাশিয়া। দেখে নেওয়া যাক, দুই দেশের সৈন্য সংখ্যা ও অস্ত্রশস্ত্র সম্ভার কী রকম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -