দেখুন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনি কেন যুবরাজের আগে ব্যাট করতে গিয়েছিলেন
এরপর থেকেই ধোনির এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক চলছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে যুবরাজ সেই প্রতিযোগিতায় ফর্মের শিখরে ছিলেন। তিনি অলরাউন্ড পারফরম্যান্সের জেরে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন
কোহলি-গম্ভীরের জুটি দলের হাল ধরায় শ্রীলঙ্কার বোলাররা পাল্টা চাপে পড়ে যান
দলের ১১৪ রানের মাথায় ব্যক্তিগত ৩৫ রানে আউট হন কোহলি
ফাইনালে ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি প্রাথমিক ধাক্কা সামাল দেন
জবাবে ধোনি বলেন, মুরলীধরন বল করছে। আমাকেই যেতে হবে
অবাক হয়ে গ্যারি বলেন, যুবরাজ ব্যাট করতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে
ছবিতে দেখা যাচ্ছে, কোহলি আউট হওয়ার আগেই ভারতের কোচ গ্যারি কার্স্টেনকে ধোনি বলেন, আর একটা উইকেট পড়লে আমি ব্যাট করতে যাব
গ্যারি অবাক হলেও আপত্তি করেননি
এই ছবিতে ধোনির জীবনের বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা এড়িয়ে যাওয়া হলেও, ২০১১ বিশ্বকাপের ফাইনালে যুবরাজ সিংহের আগে কেন ব্যাট করতে গিয়েছিলেন ধোনি, সেটা জানা গিয়েছে
এরপরেই সবাইকে অবাক করে ক্রিজে আসেন ধোনি
এতদিন পর বায়োপিকে ধোনির সেই সিদ্ধান্তের কারণ জানা গেল
৯১ রানের অপরাজিত ইনিংস খেলে ২৮ বছর পরে ভারতকে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন ধোনি
ভারতীয় ক্রিকেটের সর্বকালের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সাফল্যের নজির গড়েছে
সেবারের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত ব্যাট হাতে সাফল্য পাচ্ছিলেন না ধোনি। আট ম্যাচে তিনি মাত্র ১৫০ রান করেন
এরপর ধোনি কোচকে বলেন যুবরাজকে বুঝিয়ে বলতে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -