কেন নয়! দু’বার বিয়ে প্রসঙ্গে কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2016 01:27 PM (IST)
1
দ্বিতীয় বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে কঙ্গনার সাফ কথা, কেন নয়? একবার বিয়ে হতে পারলে একাধিকবারই বা নয় কেন?
2
শো-এ এই পোশাক পরেন তিনি। বলেন, তিনি চান, তাঁর বিয়ের পোশাকও মানব ডিজাইন করুন।
3
কঙ্গনা রবিবার এফডিসিআই ইন্ডিয়া ক্যুতুর উইক (আইসিডব্লিউ) ২০১৬-র শেষ দিন ডিজাইনার মানব গঙ্গওয়ানির শো স্টপার ছিলেন।
4
জাতীয় পুরস্কার বিজয়িনী কঙ্গনার সঙ্গে বলিউডের বহু অভিনেতার নাম জড়িয়েছে বহুবার। তাঁদের মধ্যে রয়েছেন হৃতিক রোশনও।
5
বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত স্পষ্ট কথার জন্য বিখ্যাত। তিনি জানিয়েছেন, একাধিক বিয়েতে তাঁর কোনও সমস্যা নেই।