৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের আগে ট্রাম্পের প্রতিশ্রুতি সমস্ত চাকরি ফিরবে আমেরিকায়
এরসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সম্প্রতি আউটসোর্সিংয়ের ফলে আমেরিকার বাইরে কাজের সুযোগ বেরিয়ে গেলেও, এবার তিনি সমস্ত চাকরি ফের দেশে ফিরিয়ে আনবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ত্রী মেলানিয়ার সঙ্গে
পরে তিনি টুইট করেন, প্রত্যেককে ধন্যবাদ যাঁরা আজকের লিঙ্কন মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দিয়ে এই ইভেন্টকে সাফল্য মণ্ডিত করেছেন। তারপর তিনি লিখেছেন, ‘টুগেদার উই আর গোয়িং টু মেক আমেরিকা গ্রেট এগেইন’।
৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ ডোনাল্ড ট্রাম্পের। ভারতীয় সময় রাত সাড়ে দশটায় শপথগ্রহণ। অনুষ্ঠানে খরচ বারশো কোটি। শপথে বাজবে ফিল্মি গান।
৭০ বছরের ট্রাম্প নিউ ইয়র্ক থেকে আজকের অনুষ্ঠানে অংশ নিতে উড়ে এসেছেন ওয়াশিংটন। ওয়াশিংটনে এসে শপথগ্রহণ অনুষ্ঠানের আগে লিঙ্কন মেমোরিয়ালে হাজারখানেক জনতার সামনে বক্তৃতায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ফের ঐক্যবদ্ধ করবেন আমেরিকাকে।
তিনি জানিয়েছেন, তিনি আমেরিকার জন্য এমন কিছু করতে চান, যা দশকের পর দশক করা হয়নি। আমূল পরিবর্তন হবে আমেরিকার।
আজ এই বাইবেল ছুঁয়েই প্রতিশ্রুতি নেবেন ট্রাম্প
- - - - - - - - - Advertisement - - - - - - - - -