মোহালিতে সচিনকে মুকুটচ্যুত করতে পারবেন ধোনি?
শ্রীলঙ্কার প্রাক্তন মারকুটে ব্যাটসম্যান সনৎ জয়সূর্য একদিনের ক্রিকেটে ২৭০টি ছক্কা মেরেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ২৩৮। তাঁদের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে ধোনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘটনাচক্রে এই রেকর্ডটিও সচিনেরই দখলে। ফলে রবিবাসরীয় মোহালিতে সচিনের জোড়া রেকর্ড ভাঙতে পারেন ধোনি
এছাড়া আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ধোনি। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়ার সুযোগ ধোনির সামনে
মোহালিতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন ধোনি। আগামীকাল ৯০ রান করতে পারলেই সচিনকে টপকে এক নম্বরে চলে যাবেন তিনি
মোহালিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড সচিনেরই দখলে। তিনি এই মাঠে ৬১ গড়ে ৩৬৬ রান করেছিলেন। অর্ধশতরানের সংখ্যা ৪
এই ম্যাচে ভারতীয় দল যেমন জয়ের লক্ষ্যে খেলতে নামবে, তেমনই ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির লক্ষ্য থাকবে মোহালিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা
ভারত-নিউজিল্যান্ডের চলতি একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতের হারের পর ফল এখন ১-১। রবিবার মোহালিতে তৃতীয় ম্যাচ
একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৩৫১টি ছক্কা মেরেছেন
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম একদিনের ম্যাচে ২০০টি ছক্কা মেরেছেন। চলতি সিরিজে বাকি তিনটি ম্যাচে তাঁকেও টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন ধোনি
একদিনের ক্রিকেটে সচিন ১৯৫টি ছক্কা মেরেছিলেন। এখনও পর্যন্ত ধোনির ছক্কার সংখ্যা ১৯৩। মোহালিতে তিনটি ছক্কা মারতে পারলেই সচিনকে টপকে যাবেন ধোনি
চলতি সিরিজে আর মাত্র ৬১ রান করতে পারলেই একদিনের ক্রিকেটে তৃতীয় উইকেটকিপার হিসেবে ৯০০০ রান করার নজির গড়ে ফেলবেন ধোনি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -