গাওস্করের এক সিরিজে সর্বাধিক রানের রেকর্ড ভাঙতে পারবেন বিরাট?
বিরাট এই মুহূর্তে যে ফর্মে আছেন, তাতে আর ১৩৫ রান করা কঠিন নয়
গাওস্করের রেকর্ড টপকাতে হলে চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ১৩৫ রান করতে হবে বিরাটকে
১৯৭০-৭১ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে গাওস্করের পাশাপাশি দিলীপ সারদেশাইও অসাধারণ ব্যাটিং করেছিলেন। তিনটি সেঞ্চুরি সহ ৬৪৩ রান করেছিলেন তিনি
২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৬৯২ রান করেছিলেন বিরাট। নিজের সেই রেকর্ডও টপকে যাওয়ার সুযোগ তাঁর সামনে
ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানেও আছেন গাওস্কর। ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ৭৩২ রান করেছিলেন তিনি
ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড সুনীল গাওস্করের দখলে। ১৯৭০-৭১ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টে ১৫৪.৮০ গড়ে ৭৭৪ রান করেছিলেন লিটল মাস্টার। সেই সিরিজে তিনি চারটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে চার টেস্টে বিরাটের রান ৬৪০। ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার সুযোগ এখন তাঁর সামনে
এটাই বিরাটের জীবনের সেরা র্যাঙ্কিং। ওয়াংখেড়ের ইনিংসের সুবাদে তিনি ৫৩ পয়েন্ট পেয়েছেন। তাঁর মোট পয়েন্ট এখন ৮৮৬
ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ দ্বিশতরান করে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। বোলার ও অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন