আগরায় তাজমহল দর্শন করলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2016 09:10 PM (IST)
1
শনিবার আগরায় এসে ভালবাসার প্রতীক তাজমহল দর্শন করলেন ব্রিটেনের রাজ পরিবারের দম্পতি প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট মিডলটন।
2
সেইসঙ্গে তাঁরা দুজনে ‘ডায়না’ সিটে বসে ছবিও তোলেন।
3
এটা সেই সিট যেখানে প্রিন্স উইলিয়ামের মা, প্রয়াত যুবরানী ডায়না ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে একলা বসে ছবি তুলেছিলেন।
4
এদিন প্রিন্স উইলিয়াম ও কেটেক তাজমহল সফর দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ শুরু হয়।
5
সেখানে তাঁরা প্রায় ৪৫ মিনিট ছিলেন।
6
এখানে তাজমহলের ইতিহাস সম্পর্কে তাঁদের অবগত করান জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা।
7
তাঁরা বিকেল ৪টে ২২ মিনিট পর্যন্ত ছিলেন।
8
তাজমহলের পিছনে বইতে থাকা যমুনা নদীও দর্শন করেন উইলিয়াম-কেট।
9
10
11
12
13
14
15
16