স্বাধীনতা দিবসে 'বীরচক্র' সম্মান পাচ্ছেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান
১৪ ফেব্রুয়ারী পুলওয়ামা সন্ত্রাস হামলার ঠিক দুই সপ্তাহ পর, ২৬ ফেব্রুয়ারী পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারতীয় সেনা। বালাকোটে পাকিস্তানে আশ্রয় পাওয়া জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। স্বাধীনতা দিবসে অভিনন্দন তো বটেই, পুরস্কৃত হবেন মিরাজ-২০০০ বিমান থেকে বালাকোটের জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণ করে আসা বায়ুসেনার অন্য জওয়ানরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় ৬০ ঘণ্টার টানাপড়েনের পর অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পায়ে হেঁটে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন। সীমান্তে সেদিন তাঁকে ঘিরে উৎসাহ, উদ্দীপনা ছিল দেখার মতো।
জখম, রক্তাক্ত অভিনন্দনের বিভিন্ন ছবি ও ভিডিয়ো সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পাক সেনা। এরপরই ভারত উদ্যোগ নেয় উইং কম্যান্ডারকে দেশে ফেরাবার।
গত ২৭ ফেব্রুয়ারি ভারতে আক্রমণ করতে আসা একটি এফ ১৬ বিমানের পিছু ধাওয়া করেন অভিনন্দন বর্তমান। আকাশসীমা লঙ্ঘন করে পাক উপত্যকায় ঢুকে পড়ে অভিনন্দনের মিগ ২১। ভেঙে পড়ে অভিনন্দনের যুদ্ধবিমান। এর পরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন তিনি।
স্বাধীনতা দিবসে অভিনন্দন বর্তমানের মুকুটে নতুন পালক। বীরচক্র সম্মান পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -