দেখুন, সহবাগের জন্মদিনে কারা শুভেচ্ছা জানালেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2019 01:29 PM (IST)
1
ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি পেসার রুদ্রপ্রতাপ সিংহও সহবাগকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
2
আকাশ চোপড়াও সহবাগকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
3
মহম্মদ কাইফও সহবাগকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
4
ভিভিএস লক্ষ্মণও সহবাগকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
5
সহবাগের প্রাক্তন সতীর্থ হরভজন সিংহও জন্মদিনের শুভেচ্ছা জানান।
6
সহবাগের সঙ্গে সচিন তেন্ডুলকরের সম্পর্ক বরাবরই ভাল। জন্মদিনে সহবাগকে শুভেচ্ছা জানান সচিন।
7
গতকাল ছিল বীরেন্দ্র সহবাগের জন্মদিন। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।