বিশ্বসুন্দরী মানুষী, সবচেয়ে বেশি মিস ওয়ার্ল্ড খেতাব ভারতেরই
ভেনেজুয়েলা ১৯৫৫, ১৯৮১, ১৯৮৪, ১৯৯১, ১৯৯৫ ও ২০১১ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে। ভারতও ৬ বার এই খেতাব জিতল
মানুষী মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর ভারত সবচেয়ে বেশিবার এই প্রতিযোগিতা জেতা দেশ হয়ে গেল
রীতার পর ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই, ১৯৯৭ সালে ডায়না হেডেন, ১৯৯৯ সালে যুক্তা মুখী মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন
১৯৬৬ সালে রীতা ফারিয়া প্রথম ভারতীয় মহিলা হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন
মানুষীর আগে ভারতীয়দের মধ্যে শেষবার মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি ২০০ সালে বিশ্বসুন্দরী হন
দেখুন, নয়া বিশ্বসুন্দরীর আরও ছবি
সেকেন্ড রানার আপ হয়েছেন মেক্সিকোর আন্দ্রিয়া মিজা
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন ইংল্যান্ডের স্টেফানি হিল
এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৮ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। সবাইকে পিছনে ফেলে দিলেন মানুষী
চিনের সানায়া শহরে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসেছিল। সেখানেই কামাল করলেন মানুষী
মানুষীর বাবা-মা দু’জনেই চিকিৎসক। মানুষী নিজেও ডাক্তারির ছাত্রী
আজ মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন ভারতের মানুষী ছিল্লর