প্রেমে ব্যাঘাত ঘটাচ্ছে স্বামী- পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন স্ত্রীর
সব কিছু জানতে পেরে মহেশ দশরথের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার জন্য গোপীকে চাপ দেন। কিন্তু গোপা রাজি ছিল না তাতে। মহেশকে সরিয়ে দিতে ছক কষে তারা। সম্পত্তির ডিলার সেজে দশরথ মহেশের সঙ্গে দেখা করে বলে অভিযোগ। তাঁর বিশ্বাস অর্জন করে। তাঁকে নিজের খামার বাড়িতে আমন্ত্রণ জানায়। মহেশ সেখানে পৌঁছলে দশরথ ও তার বন্ধুরা তাঁকে প্রচণ্ড মারধর করে। তারপর হাইওয়েতে নিয়ে গিয়ে তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। মোটরসাইকেলটি সেখানেই রেখে চলে যায় তারা, যাতে দেখে মনে হয় দুর্ঘটনা। গোপী, দশরথ ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানতে পারে, দশরথ নামের এক তৃতীয় ব্যক্তিকে নিয়ে মহেশ ও গোপীর প্রায়ই ঝগড়া হত। গোপীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার। গোপী স্বীকার করে, ২ বছরের বেশি ধরে এই সম্পর্কে লিপ্ত ছিল সে।
পুলিশ এবার গোপীকে জেরা করতে শুরু করে। প্রকাশ্যে আসে অবৈধ সম্পর্কের অজানা তথ্য।
মোটরসাইকেলে কোনও আঘাত না লাগায় পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। সত্যিই দুর্ঘটনা ঘটলে মোটরসাইকেলটি তো চুরমার হয়ে যাওয়ার কথা।
মহেশের মোটরসাইকেল তাঁর দেহের থেকে অনেকটা দূরে ছিল। যদি কোনও গাড়ি তাঁকে ধাক্কা মেরে থাকে, তাহলে মোটরসাইকেলের থেকে দেহ এতটা দূরে গেল কী করে।
কিন্তু তদন্তে নেমে পুলিশের মনে হয়, বিষয়টা সন্দেহজনক।
দেখে মনে হচ্ছিল, কোনও চলন্ত গাড়ি ধাক্কা মেরেছে তাঁকে।
ঢোলাক হাইওয়েতে মহেশের দেহ উদ্ধার করে পুলিশ।
মহেশ আর গোপী। আমদাবাদে একটি সিনেমা হলে কাজ করতেন মহেশ। তাঁদের একটি ৬ বছরের মেয়েও আছে। আর পাঁচটা সাধারণ সংসারের গল্প। কিন্তু....