ভাইরাল: লাইভ শো-তে ভুল করে মহিলা সেলেব্রিটির পোশাক ধরে টান অ্যাঙ্করের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Oct 2016 04:34 PM (IST)
1
উল্লেখ্য, এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও লাইভ শো চলাকালে এ ধরনের ঘটনা ঘটেছে। ইয়োলার এই ঘটনার ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গিয়েছে।
2
পরে আশেপাশের টিভি স্ক্রিনে নিজের ছবি দেখতে পেয়ে সেট ছেড়ে তত্ক্ষনাত্ বেরিয়ে যান তিনি।
3
স্পেনের এক টেলিভিশন তারকার সঙ্গে যা হল, তাতে যে কেউ চমকে যাবেন। আসলে টিভিতে একটি লাইভ অনুষ্ঠান চলাকালে অ্যাঙ্কর ভুল করে ওই সেলেব্রিটির টপ টেনে ফেলেন।
4
প্রথমে তো কিছু বুঝতে পারেননি ইয়োলা।
5
৪৬ বছরে টিভি তারকা ইয়োলা বেরোক্যালকে অ্যাঙ্কর হাত নাড়াচড়া করে কিছু বলতে গিয়েছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে যায়।