বিমানবন্দরে সন্তানকে ছেড়ে গেলেন মহিলা, খেয়াল হল মাঝআকাশে! তারপর...
এরপর বিমানটি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করানো হয়। সেখানে ওই মহিলা তাঁর সন্তানকে ফিরে পেলেন।
পাইলট উত্তরে জানান, এক যাত্রী বিমানবন্দরের ওয়েটিং এলাকায় তাঁর সন্তানকে ছেড়ে এসেছেন এবং উড়ান গন্তব্যে না নিয়ে যেতে অনুরোধ করছেন।
বিমানের পাইলট ও এয়ারপোর্ট কন্ট্রোল অপারেটরদের মধ্যে আরবি ভাষায় কথাবার্তার অডিও রেকর্ডিংও সামনে এসেছেন। ওই অডিও-তে পাইলটকে ফিরে আসার কারণ জানতে জিজ্ঞাসা করতে শোনা গিয়েছে।
সৌদি আরবের জেড্ডা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী উড়ানে এই ঘটনা ঘটে।
আর এরপরই বিমানের মধ্যেই শোরগোল ফেলে দেন ওই মহিলা। তিনি বিমান ফের বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি করেন।
সম্প্রতি বিমান আকাশে ওড়ার আধঘন্টা পর এক মহিলা যাত্রীর মনে হল যে, তিনি তাঁর সন্তানকে বিমানবন্দরেই ছেড়ে এসেছেন।
বিমানে যাত্রার সময় কারুর কারুর মাঝেমধ্যে কিছু ভুলচুক হয়ে থাকে। কিন্তু এমন একটা ভুলের ঘটনা সামনে এল যা শুনলে অবাক হয়ে যেতে হয়। সব ছবি-গেটি ইমেজ